নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালাল আসামি

Spread the love

ফ্রন্টিয়ার রিপোর্ট :

পুলিশের হাতে কামড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে।

৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের কাদির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হালিম মিয়া খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি। হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার সন্ধ্যায় খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে হালিমকে আটক করে পুলিশ। কিন্তু তার হাতে হাতকড়া পড়ানোর আগেই এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারে অভিযান চলছে।

About The Author

More From Author

+ There are no comments

Add yours